বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ব্যবস্থাপনায় ৭ম তম মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তিপ্রাপ্তদের পুরষ্কার ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার সকালে পৌরশহরে নিউ মোস্তফা পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে পৃষ্টপোষক আলতাফ হোসেন চৌধুরী ও ইফতেখার হোসেন চৌধুরীর পক্ষ থেকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ এবং গ্রামের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শাখার ৮২ জন কৃতি শিক্ষার্থীকে সেরা শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়।

সোসাইটির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী ছুফিয়ান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুলেমান আহমদ, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম মতলিব, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সোসাইটির উপদেষ্টা ডা. মাহবুবুল হক সুজা, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহমান আফজল, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিম, আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কিন্ডার গার্টেন শাখার শিক্ষক আতাউর রহমান, সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আরব আমিরাত প্রবাসী সালেহ আহমদ।

অনুষ্ঠানে আগত অতিথিরা মরহুম আয়াছ আলী চৌধুরীর পরিবারে সকল সদস্যকে এই মহত কাজের জন্য ধন্যবাদ জানান।