জকিগঞ্জের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠিত প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের পক্ষ থেকে জকিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান রোববার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। সংবর্ধিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল আহাদ। বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন রিপন , ৩নং ওয়ার্ড কাউন্সিলর রিপন আহমদ , ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান লিলু , ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কমরু , ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন পুতুল , ৭নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল আহমদ , ৮নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল আহমদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আমাল আহমদ, ১,২,৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জোসনা খানম, ৪,৫,৬নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা খানম, ৭, ৮,৯নং ওয়ার্ডের কাউন্সিলর রিনা আক্তার।
সাংবাদিক আহমদ আল মনজুর ও এসোসিয়েশনের কার্যকরী সদস্য তোফায়েল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সদস্য নজরুল ইসলাম ও আবাবীল শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জকিগঞ্জ কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির পরিচালক জাফরুল ইসলাম, মান্নানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা খলিলুর রহমান চৌধুরী, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রহমত আলী হেলালী, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাবর হোসাইন চৌধুরী, মালয়েশিয়া প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, ৫নং জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ খালেদ আহমদ চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা খছরুজ্জামান, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি মোর্শেদ লস্কর, সম্পাদক এনামুল হক মুন্না, যুবলীগ নেতা বখতিয়ার উদ্দিন জামাল, উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইছামতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুমেল আহমদ, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ওমর ফারুক, জকিগঞ্জ টিভির সাংবাদিক আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অফিস ও পাঠাগার সম্পাদক আহসান হাবীব লায়েক, সাধারণ সদস্য জাহাঙ্গির আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত তালুকদার, মাহমুদ হোসেন সায়েক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল হুদা, ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন তাপাদার, কার্যকারী সদস্য বিলাল আহমদ, রুবেল আহমদ, সদস্য মোঃ নাসির উদ্দীন, হাজি মোঃ ইসলাম উদ্দিন, প্রমুখ।