আবারও বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। মরক্কোর ‌’মরণ কামড়’ সামলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল ফরাসিরা। ম্যাচটা তারা জিতল ২-০ গোলে। ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপের ফাইনাল।

ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম কথা বলেছেন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে অবশ্য গোল পাননি মেসি। তবে এবার তাকে নিয়ে সতর্ক ফ্রান্স কোচ।  

তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করবো মেসির হুমকির জবাব দিতে, খেলাকে প্রভাবিত করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো। এর জন্য মানুষের পক্ষে যা যা করা সম্ভব, আমরা তা–ই করব। অবশ্যই আর্জেন্টিনাও একই ব্যাপার করবে আমার ফুটবলারদের বিপক্ষে। তারা চার বছর আগে মুখোমুখি হওয়া দলের চেয়ে এখন আলাদা।’

মেসিকে নিয়ে দেশম আরও বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই মেসি চমৎকার ফর্মে আছে। চার বছর পর, এখন ব্যাপারগুলো আলাদা অবশ্যই। ওই সময় সে নিজে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতো, যেটা কিছুটা চমক ছিল। এখন সে সেন্টার ফরোয়ার্ডের পেছনে খেলে।’

ফ্রান্সকে পেয়ে মেসিরাও চাইবে চার বছর আগের সেই হারের প্রতিশোধ নিতে। আগের থেকে আরো পরিণত এবারের আর্জেন্টিনা দল।

‌ বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত