বিয়ানীবাজারের মুড়িয়ায় সিলেট-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিনের লাঙ্গল প্রতীকের সমর্থনে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব কর্মসূচি পালন করা হয়।

পৌরশহরের শহীদ টিল্লাস্থ প্রধান নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে কাজির বাজার ও সারপার বাজারে গণসংযোগ, নওয়াগ্রামে উঠান বৈঠক, অফিস বাজার ও ওয়াব আলী মার্কেটে গণসংযোগ, মুড়িয়া অফিস উদ্বোধন, কোনাগ্রাম ও বাগনে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের এডভোকেট খন্দকার ফিরোজ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন চৌধুরী, সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু, সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, করিম উদ্দিন, বুরহান উদ্দিন, কেন্দ্রীয় তরুণ পার্টির সদস্য শফিউর রহমান ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সহ সভাপতি আব্দুল আলিম সুমেল সহ আরো অনেকে।