দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিনের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কছির আলীকে তাদের দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা ও সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কছির আলীকে বিএনপির দলীয় পদ পদবী থেকে অব্যহতি প্রদান করা হলো। সেই সঙ্গে দলীয় যেকোন ধরনের কর্মকাণ্ড ও কর্মসূচির জন্য আব্দুর রব কছির আলীর সাথে যোগাযোগ না রাখার জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করেন।