খলিফায়ে বদরপুরী হযরত মাও. ক্বারী মো. আব্দুর নূর (রহ) ও কারী জুবায়ের আহমদ (রহ) এর ইসালে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাথিউরা ইউনিয়নের ক্বারী বাড়িতে এই মাহফিলের আয়োজন করা হয়।

হযরত মাও. ক্বারী মো. আব্দুর নূর (রহ) ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাহবুুব আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ও প্রধান মেহমান ছিলেন বিশেষ অতিথি জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য সেলিম উদ্দিন।

হাফিজ আমান উদ্দিন ও কারী ফরহাদ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোশাহিদ আহমদ কামালী, মাও. মো. কামাল হোসেন আল মাথহুরী, মাও. শিহাব উদ্দিন আলীপুরী, হাফিজ তাজুল ইসলাম, শিক্ষানুরাগী এফাজ উদ্দিন, মাওলানা ওলীউল্লাহ, মাও. ছালেহ আহমদ কবির, মাও. ছরওয়ার হোসেন ফৈয়াজী, ক্বারী আবুল হাসান আল মামুন, মাও. আব্দুল মুহিত সহ আরো অনেকে।

হযরত মাও. ক্বারী মো. আব্দুর নূর (রহ) ফাউন্ডেশন আয়োজিত ঈসালে মাহফিলের শেষে দোয়া পরিচালনা করেন মাও. কামাল হোসেন আল মাথহুরী।