বিয়ানীবাজারের নালবহর ক্বিরাত শিক্ষা কেন্দ্রের নাজিম ও মাথিউরা বাজার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী জুবায়ের আহমদ (রহ.) এর ঈসালে সওয়াব উপলক্ষে খতমে কুরআন, খতমে ইয়াসিন শরিফ, খতমে খাজেগান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

নালবহর ক্বিরাত শিক্ষা কেন্দ্রের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত নালবহর পশ্চিম জামে মসজিদে এই ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বয়ান পেশ করবেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শিহাব উদ্দিন আলিপুরী।

এদিকে, ক্বারী জুবায়ের আহমদ (রহ.) এর ঈসালে সওয়াব উপলক্ষে অনুষ্ঠেয় খতমে কুরআন, খতমে ইয়াসিন শরিফ, খতমে খাজেগান ও মিলাদ মাহফিলে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নালবহর ক্বিরাত শিক্ষা কেন্দ্রের প্রাক্তন শিক্ষার্থীরা।