মাওলানা ছহুল লোদী লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত দারুল ক্বেরাত উর্ত্তীণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। রোববার ২৭ রমজান মাথিউরা উত্তরপার বড়বাড়ি এলাকায় অবস্থিত মাদ্রাসা হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমান উদ্দিন।

ওলানা ছহুল লোদী লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার নাজিম হাবিব আহমদ লোদীর সভাপতিত্বে এবং ক্বারি সরোয়ার আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শায়েস্থাগঞ্জ মেডেল কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ মাওলানা দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম লোদী, মাওলানা ছহুল লোদী লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান ক্বারি মনসুর আহমদ লোদী, ক্বারি আব্দুল কুদ্দুছ, ক্বারি জুবায়ের আহমদ ও ক্বারি মারুফ আহমদ।

রমজান মাসসহ পুরো বছর জুড়ে মাওলানা ছহুল লোদী লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় সাপ্তাহিক দারুল ক্বেরাত অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে দায়িত্বশীল ও অতিথিরা বলেন, এভাবে কোমলমতি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় দ্বীক্ষিত করতে এ মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করবে…

আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শায়েস্থাগঞ্জ মেডেল কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ মাওলানা দেলোয়ার হোসেন।