বিয়ানীবাজারে মরহুম আয়াছ আলী মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসীফ আহমদ, দ্বিতীয় স্থান অর্জন করেছে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদৃতা বিনতে আহসান, এবং তৃতীয় স্থান পেয়েছে আইডিয়াল কলেজিয়েট স্কুলের মো. তাসনীমুল হাসান।

অনুষ্ঠানে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সদস্যবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।