জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মো: দ্বীন ইসলাম শেখ এর মাতা ও যুক্তরাষ্ট্র শাখা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদের লিপু‘র ছোট ভাই এবিমিডিয়া গ্রুপের সিএফও সাংবাদিক আব্দুল আহাদের রূহের মাগফেরাত কামনায় জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মিলাদ ও দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব ঢাকার কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতির কক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লা আসিফ।

জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন এর সঞ্চালনায় মিলাদ ও দো‘আ মাহফিলে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খান মোহাম্মদ ইসরাফিল খোকন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আমির হোসেন ভুইয়া, মো: বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য এনাম জয়নাল আবেদীন, হুমায়ুন খান, সুলতান মাহমুদ, মঞ্জুরুল হক মঞ্জু, মিজানুর রহমান মিরু, যুগ্ম-সম্পাদক মন্ডলীর সদস্য আজহারুল ইসলাম সরকার, জাপা কেন্দ্রীয় নেতা- মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, মো: আরিফুল ইসলাম রুবেল।

মিলাদ ও দো‘আ মাহফিলে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক তারেক আদেল, হেলাল উদ্দিন হেলাল, মিজানুর রহমান মিজান, ফজলুল হক ফজলু, মো: সাইফুল ইসলাম, শেখ সারোয়ার, মো: দ্বীন ইসলাম শেখ, এসএম মুশফিকুর রহমান, সদস্য- ওমর আলী খান মান্নাফ, মাঈনুদ্দিন মাঈনু, জিয়াউর রহমান বিপুল, নজরুল ইসলাম, শাহীন আলীম, আনিছুর রহমান, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন রিপন, রফিকুল ইসলাম প্রধান, গোলাম মোস্তফা সহ জাতীয় যুবসংহতি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।

বিয়ানীবাজার উপজেলার অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ কাকরদিয়া মাইজভাগ জামে মসজিদ