আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আতাউর রহমান আতা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল তিনি রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।