দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত এমপি পদপ্রার্থী হিসেবে সিলেট-৩ আসনের জন্য মনোনয় পত্র দাখিল করলেন বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত রিটানিং অফিসারে কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

জেলা রিটানিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল।

পরে এমপি হাবিবুর রহমান হাবিব দক্ষিণ উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায় এর কাছে অনুরূপ মনোনয়ন পত্র জমা দেন।

এর আগে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সে সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ সভাপতি রফিকুল ইসলাম, আব্দুর রব, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, আব্দুল আহাদ, বশির আলী, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, প্রচার সম্পাদক মাসুক আহমদ, কোষাধ্যক্ষ রফিক আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, শ্রম সম্পাদক পংকি মিয়া, ক্রীড়া সম্পাদক মিসবাহ আহমদ তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক সুরঞ্জিত দাস, সদস্য সেলিম আহমদ, খিজির খান, আমিরুল ইসলাম ওয়েছ, আতিকুল হক শিপন, কয়েছ আহমদ, শাহিন আহমদ, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, কামাল ইউপি চেয়ারম্যান একরাম হোসেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, এমদাদুর রহমান, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুবুল আহমদ চৌধুরী, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রহমান আনা, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাষ্টার, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সবাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, সাদিকুর রহমান মেম্বার, জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা লোকমান আহমদ, আবুল হোসেন, মনসুর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি সালা উদ্দিন, গোলাম মোস্তফা পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা তাতী লীগের সভাপতি রুহুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ নেতা লাভলু আহমদ, আব্দুর রহমান, মির মতিউর রহমান, আজহার, সিদ্দেক আহমদ প্রমুখ।

এছাড়াও এমপি হাবিবুর রহমান হাবিব ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এর কাছে অনুরূপ মনোনয়ন পত্র জমা দেন।