বিয়ানীবাজার নিউজ ২৪ বিনোদন ডেস্ক। ১৯ ফেব্রুয়ারি ২০১৭।

শাহ আবদুল করিমের পর এবার মঞ্চে আসছে হাছন রাজা। নৃত্যশৈলী সিলেট নৃত্যনাট্য ‘মহাজনের নাও’ এরপর এবার শাকুর মজিদের লেখা মঞ্চনাটক ‘হাছনজানের রাজা’ নৃত্যনাট্য রূপে মঞ্চে আনছেন। পরিচালনা করছেন নীলাঞ্জনা জুঁই।
সিলেটের ভাটি এলাকার সামন্ত প্রভু ও মরমী লোক কবি হাছন রাজার জীবন ও দর্শনকে উপজীব্য করে লেখা মঞ্চনাটকটি নাট্যকার কর্তৃক নৃত্যনাট্যে রূপান্তর করে মঞ্চায়নের আয়োজন হয়েছে। এতে হাছন রাজার চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত লোকগানের শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না।পরিচালক নীলাঞ্জনা জুঁইও বিশেষ কিছু দৃশ্যে অভিনয় করছেন। আন্তর্জাতিক সিলেট উৎসবে এটির উদ্বোধনী প্রদর্শন হবে ৪ মার্চ, ঢাকার সিলেট উৎসব মঞ্চে।
নৃত্যনাট্যটির চূড়ান্ত পর্যায়ের মহড়া চলছে সিলেটে। শুক্রবার সারদা হলে মহড়া দেখতে ঢাকা থেকে ছুটে এসেছিলেন এর নাট্যকার শাকুর মজিদ। আলাপকালে শাকুর মজিদ জানান, ঐশ্বর্যময় সামন্তবাদী জীবন ছেড়ে শেষ বয়সে কী কারণে হাছন রাজা বাউলা হয়েছিলেন, এই রহস্য উদঘাটনের চেষ্টা করা হয়েছে এই নাটকে। এখানে জাদুবাস্তবতা এবং ফ্যান্টাসির মিশেল ঘটানো হয়েছে। কাব্যনাট্যের আদলে লেখা সংলাপগুলো মাত্রাবৃত্ত এবং পয়ারে লেখা। যদিও এর আগে শাহ আবদুল করিমকে নিয়ে পয়ার ছন্দে মহাজনের নাও লেখা হয়েছিল, হাছনজানের রাজার আঙ্গিক এর চেয়ে ভিন্ন।