মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগ। বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনারে সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সহ সভাপতি কাজী আব্দুল বাছিত, যুগ্ম সম্পাদক লায়েক আহমদ, মস্তাক আহমদ কাজল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপ- প্রচার সম্পাদক সুমন আহমদ (বিমল), উপ দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, সদস্য সুকেন্দু চক্রবর্ত্তী সুখু, আসাব আলী, ফখর উদ্দিন, নিজাম উদ্দিন, ইমদাদুল হক জীবান, পৌর আওয়ামী নেতা আজাদ উদ্দীন, ইকবাল হোসেন, আবুল হোসেন, রফিক উদ্দিন, মুহাম্মদ সামী কামাল প্রমুখ।