আষাঢ়ের প্রথম দিনের ভারি বর্ষণে বিয়ানীবাজার পৌরসভার প্রধান সড়কের কয়েকটি স্থানসহ অনেকগুলো সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোন কোন সড়কে জমে আছে হাটু পানি। দুর্ভোগে পড়া পৌরবাসীর অভিযোগ অপরিপক্ক ড্রেনেজ ব্যবস্থার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হলেও বিয়ানীবাজারসহ সিলেটের বিভিন্ন এলাকায় বুধবার মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে অেনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিয়ানীবাজার পৌরসভার প্রধান সড়কের নিদনপুর এলাকা, পৌরশহরের থানার সম্মুখ এবং শহরতলীল শহীদ টিলা এলাকায় জলাবদ্ধতায় সড়ক ডুবে রয়েছে।

এসব সড়ক পারাপারে যানবাহন ও সাধারণ যাত্রিরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে সকালে পৌরশহরে আসা ব্যবসায়ী, সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল বিপাকে পড়েন।

এদিকে পৌরসভার নিদনপুর এলাকায় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের জলাবদ্ধতা নিরসনের জন্য পৌর মেয়রসহ উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থেলে মেয়র ফারুকুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম রয়েছেন।

বিজ্ঞাপন