ফাইনালের আগে ফ্রান্স দলে ভাইরাসের প্রকোপ আরও বেড়েছে। ‘ক্যামেল ভাইরাস’-এ আক্রান্ত হওয়া আন্দ্রিয়াঁ রাবিও, দায়োত উপামেকানো ও কিংসলি কোমানোর মধ্যে কাল দুজন অনুশীলন করেছেন। কোমান এখনো পুরো সুস্থ হননি বলে অনুশীলনে ছিলেন না। তাঁর সঙ্গে কাল অনুশীলনে যাননি ফ্রান্সের আরও দুই খেলোয়াড়।

মরক্কোকে হারিয়ে ফাইনালে ওঠার পর ফ্রান্সের প্রথম দলগত অনুশীলন ছিল গতকাল। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল সামনে রেখে দলের হয়ে অনুশীলন করেছেন ২০ জন।

ইএসপিএনকে ফ্রান্স দলের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রাফায়েল ভারান-এর ‘ক্যামেল ভাইরাস’ উপসর্গ দেখা দিয়েছে। আরেক ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে অসুস্থতা বোধ করায় হোটেলের কক্ষ থেকেই বের হননি। ভারান আর কোনাতে ফ্রান্সের শুরুর একাদশের নিয়মিত সদস্য। এ ছাড়া সেমিফাইনালে মৃদু চোট পাওয়া থিও এরনান্দেজ এবং অঁরেলিয়ে চুয়ামেনিও মাঠে না গিয়ে সময় কাটিয়েছেন জিমে।

ভারান আর কোনাতে সময়মতো সেরে না উঠলে অবশ্য বড় চ্যালেঞ্জেই পড়তে হবে। তবে দুই ডিফেন্ডারের ভাইরাস উপসর্গ নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না উসমান দেম্বেলে। দলের আরও খেলোয়াড়দের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কাও দেখছেন না বার্সেলোনায় খেলা এই ফরোয়ার্ড, ‘আমরা ভাইরাস নিয়ে ভয় পাচ্ছি না। দায়োত আর আদ্রিয়াঁর মাথাব্যথা ছিল, পেটেও সমস্যা দেখা দিয়েছিল। আদা আর মধু দিয়ে ওদের আমি চা বানিয়ে খাইয়েছি। আমরা এসব নিয়ে ভাবছি না। আশা করছি ফাইনালের জন্য সবাই প্রস্তুত থাকবে।’

এর আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছিলেন, গত কয়েক দিন দোহার তাপমাত্রা কমে আসায় এবং সার্বক্ষণিক শীতাতপনিয়ন্ত্রণ-ব্যবস্থার ভেতরে থাকার কারণে খানিকটা অসুস্থতা বোধ করেছেন কয়েকজন। শুধু পূর্বসতর্কতা হিসেবেই যাঁদের উপসর্গ আছে, সেই খেলোয়াড়দের আলাদা রাখা হয়।

‌ বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত