সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খানসহ ৪জন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী নেতাকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাদেরকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে আনা হয়েছে।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি রিপন ও সদস্য জুয়েল। এছাড়া অন্য পলাতকরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু।
শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান নেন। বর্তমানে শিলং এলাকায় প্রচন্ড শীত পড়ায় তারা পুলিশকে না জানিয়ে, পুলিশ স্টেশনে কোন রির্পোট না করে তারা কলকাতায় চলে যান। এ ঘটনায় আরো কিছু অভিযোগকে শিলং পুলিশ কলকাতা পুলিশের সহযোগিতায় তাদের আটক করে শিলং নিয়ে আসে।
এ বিষয়ে কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছেন।