আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগ, উন্মাদনার খবর এখন সারা বিশ্ব জেনে গেছে। বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের উদপযাপনের ভিডিও ফিফা প্রকাশ করার পর থেকে খোদ আর্জেন্টাইনরাও বাংলাদেশকে ভালোবাসতে শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার ফুটবলের পাশাপাশি তারা এখন সমর্থন করছে বাংলাদেশের ক্রিকেটকেও।

সম্প্রতি আর্জেন্টাইন সমর্থকদের এক অংশ মিলে ফেসবুকে একটি গ্রুপ খুলেছেন। তারা মূলত বাংলাদেশকে ক্রিকেটে সমর্থন দেওয়ার জন্য ওই গ্রুপ চালু করেছেন, যা এরইমধ্যে বেশ পরিচিতি পেয়ে গেছে। এছাড়া ব্যক্তিগত পর্যায়েও বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সমর্থন দিচ্ছেন বেশ কয়েকজন আর্জেন্টাইন। তাদেরই একজন লিয়ান্দ্রো গালিচ্চিয়ো। টাইগারদের বেশ পুরনো সমর্থক তিনি। প্রায়ই নিজের ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে পোস্ট দেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ এক বিজয়ে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ। আমরা ভারতকে হারিয়েছি। দারুণ এক ম্যাচ। খেলা দেখার জন্য আমি ঘুমাতে পারিনি। তবে আমি খুবই খুশি। কী অসাধারণ এক ম্যাচ! ভামোস আর্জেন্টিনা, ভামোস বাংলাদেশ।’

ভিডিও’র মাঝে তার মাথার ক্যাপটাও দেখান তিনি। ক্যাপটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো সম্বলিত। শুধু তাই নয়, আর্জেন্টিনার বেশ কিছু গণমাধ্যমেও গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে টাইগারদের জয়। সেখানে বড় করে তারা শিরোনাম দিয়েছে ‘ভামোস বাংলাদেশ’।

মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং ও মোস্তাফিজের দৃঢ়তায় হারতে বসা ম্যাচটি ১ উইকেটে জয়লাভ করে লিটন দাসরা। ১৮৭ রানের লক্ষ্য নিয়ে খেলেতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। তারপর ভারতের বোলিংয়ের বিপক্ষে মিরাজের অতিমানবীয় ব্যাটিংয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে টাইগার বাহিনী।

‌ বিয়ানীবাজারীরা সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে- ব্যারিস্টার সুমন