বড়লেখা প্রেসক্লাবের কার্যকরি কমিটি পুনর্গঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) দুপুরে অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস মেয়াদোত্তীর্ণ পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরে সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল প্রতিনিধি আনোয়ারুল ইসলামকে সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রবকে সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিলকে কোষাধ্যক্ষ মনোনীত করে দুই বছর মেয়াদী বড়লেখা প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠন করা হয়।
এতে প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস (দৈনিক সংবাদ) ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তকে (দৈনিক সমকাল) কার্যকরী কমিটির এক ও দুই নম্বর সদস্য করা হয়েছে।
কার্যকরী কমিটির পদপ্রাপ্ত অন্যরা হলেন- সহ সভাপতি ইকবাল হোসেন স্বপন (দৈনিক আমাদের সময়) ও খলিলুর রহমান (দৈনিক খবরপত্র), যুগ্ম সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ (দৈনিক উত্তরপূর্ব), প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক এ.জে লাভলু (দৈনিক মানবজমিন ও সিলেটভিউ২৪), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আদিব মজিদ (দৈনিক একাত্তর কথা)।
কার্যকরী সদস্যবৃন্দ হলেন- লিটন শরীফ (দৈনিক কালেরকণ্ঠ), মিজানুর রহমান (দৈনিক ভোরের কাগজ), আজাদ বাহার জামালি (সাপ্তাহিক পাঁতাকুড়ি), মস্তফা উদ্দিন (দৈনিক বাংলাদেশের খবর) ও ময়নুল ইসলাম (দৈনিক সকালের সময়)।
এদিকে সভায় প্রেসক্লাবে নতুন সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ৯ জনের নাম প্রস্তাব করা হয়। কার্যকরী কমিটি তাদের পরবর্তীতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবে।
তারা হলেন- মিফতাহ আহমদ লিটন, তারেক মাহমুদ, হানিফ পারভেজ, তাহমীদ ইশাদ রিপন, তাহের আহমদ, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ ও রেদওয়ান আহমদ রুম্মান।