বড়লেখা পৌরসভার দেয়া নির্ধারীত মূল্যে বিক্রি করা হচ্ছে গরু ও খাসির মাংস। একই সাথে পৌরসভার দেয়া মূল্য তালিকা মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছে।

বড়লেখায় প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা এবং হাড়সহ গরুর মাংস ৫০০ টাকা। একই সাথে প্রতিকেজি খাসির মাংস ৭২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রমজানের শুরুতেই বাজারে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ক্রেতাদের ভোগান্তি রোধ করতে বড়লেখা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। দৌলতপুরের কামাল হোসেন বলেন, মাংস কিনতে গিয়ে এখন আর দরদাম করার ঝামেলা নাই। পছন্দ হলেই মাংস কিনতে পারছি। তিনি বলেন, আমরা প্রায়ই শুনি গরুর বদলে গাভী বিক্রি হয় কিংবা অসুস্থ ও রোগা গরু জবাই করে বিক্রি করা হয়। এ বিষয়টি গুরুত্ব দিয়ে পৌরসভাকে দেখার দাবি জানাচ্ছি।