বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানের দুস্থ শ্রমিক ও আদিবাসি পল্লীর হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ১০০ কম্বল বিতরণ করেছে বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়ন।

রোববার দুপুরে কম্বল বিতরণ করেন বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন- বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নূর হোসেন, বিজিবি’র পাল্লাথল বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল হাশেম, হাবিলদার মো. আব্দুল কাদের, হাবিলদার মো. জিল্লুর রহমান, সাংবাদিক আব্দুর রব, মস্তফা উদ্দিন, পাল্লাথল খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) সাবেক ইউপি সদস্য লোটাস বাহাদুর প্রমুখ।