বড়লেখায় ১৮ বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ৪টায় বড়লেখা পৌরসভার মাইজপাঁড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
![](https://beanibazarnews24.com/wp-content/uploads/2023/07/1st-Aide-Rezu-2.jpg)
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার মাইজপাঁড়া গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের স্ত্রী জহুরা আক্তার (৪২) ও মুড়িরগুল গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে আফজল হোসেন সুমন (২৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ৪টায় বড়লেখা পৌরসভার মাইজপাঁড়া এলাকার বাসিন্দা মাদক জনৈক রিয়াজ উদ্দিনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে-এমন খবর পেয়ে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, আতাউর রহমান, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাহমুদুর রহমান ও রুমি আক্তার, এএস আই রাজিব ও আব্দুল গফুরসহ একদল পুলিশ সেখানে অভিযান চালান। এসময় রিয়াজের ঘরে তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তখন জহুরা আক্তার ও আফজল হোসেন সুমনকে পুলিশ গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ বুধবার রাতে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।