বড়লেখায় চাচাতো ভাইয়ের হামলায় আহত আব্দুল হাছিব (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল হাছিব উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির চোয়ারকান্দি গ্রামের মৃত জাহির উদ্দিনের ছেলে।

এদিকে আব্দুল হাছিবের মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ গাঁ ঢাকা দিয়েছেন অভিযুক্ত জব্বার মিয়া। খবর পেয়ে শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির চোয়ারকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল হাছিবের স্ত্রীর কাছ থেকে চাচাতো ভাই জব্বার মিয়ার স্ত্রী রুবি বেগম সম্প্রতি চা-পাতা ধার নেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে আব্দুল হাছিবের মেয়ে ফাতিমা বেগম চাচি রুবি বেগমের কাছে পাওনা চা-পাতা চাইতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এসময় আব্দুল হাছিবের সঙ্গে চাচাতো ভাই জব্বার মিয়ার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জব্বার মিয়া কাঠের টুকরো দিয়ে হাছিবের মাথায় সজোরে আঘাত করেন। এতে হাছিবের নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা হাছিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

এব্যাপারে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল পাঁচটায় বলেন, খবর পেয়ে বিকেল তিনটায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত দেখা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিয়ানীবাজারের স্টেশনারি ব্যবসায় ধস