বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে ধরা পড়ছে বিভিন্ন মামলার আসামি। বুধবার (১১ ডিসেম্বর) সিআর ও পিটিশিন মামলার পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর মামলার (নং-৩১১/২৪ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার লঘাটি গ্রামের কয়েছ উদ্দিন, উত্তর লঘাটি গ্রামের রাবিয়া বেগম, তার ছেলে ছাদিক আহমদ, মেয়ে সাদিয়া সুলতানা পলি ও নাদিয়া সুলতানা জুই এবং পিটিশন মামলার (নং-৫৫/২২ (বড়) পরোয়ানাভুক্ত আসামি উপজেলার উত্তর ঘোলসা গ্রামের বিবেক চন্দ্র দাস ও তার স্ত্রী সেবিতা রানী দাসকে গ্রেপ্তার করেছে।
বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকেলে বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।