বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন ও উপজেলা যুবলীগের সদস্য মুজিবুর রহমান ওরফে সাদ্দাম জামিন পেয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে তাদের পক্ষে জামিনের জন্য আবেদন জানান আইনজীবীরা। পরে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জিআরও এএসআই পিযুষ কান্তি দাস বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৭ অক্টোবর সোমবার দিবাগত রাতে বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে এক ব্যাংক কর্মকর্তা হত্যা চেষ্টা মামলায় (নং-১১৭) সন্দিগ্ধ আসামি হিসাবে আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিনকে ও উপজেলা যুবলীগ নেতা মুজিবুর রহমান ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সূত্র জানায়, ২০১৩ সালে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিককে হত্যা চেষ্টার ঘটনায় প্রায় ১১ বছর পর চলতি বছরের ৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলাটি করেন।