বড়লেখার কবি, ইসলামি সংগীত লেখক ও ঔপন্যাসিক শাবুল হোসেনের মমতাময়ী মা নামে গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। তনিমা প্রকাশ থেকে তাঁর এ গ্রন্থটি প্রকাশিত হওয়ায় সোমবার বিকালে তাকেঁ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী।

সংবর্ধনা প্রদানকালে কবি ও সাহিত্যিকবর্গদের সাথে কবি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কবি শাবুল হোসেনের বাড়ি বড়লেখা উপজেলার চান্দগ্রামে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতা করেছেন।