ব্রাজিল আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে।
গত ২৩ জুন রোববার সন্ধ্যায় ব্রাজিলের রাজধানী সাও পাওলোর একটি হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ব্রাজিল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি নিয়াজ খান সিফার, সাধারণ সম্পাদক মাহমুদ ছামী কামাল, আওয়ামী লীগ নেতা জামিল আহমদ, ব্রাজিল যুবলীগের আহবায়ক খালেদ আহমদ, ব্রাজিল স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম আহমদ সহ আরও অনেকে।
এদিকে, চলতি জুলাই মাসের শেষদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে আনন্দ মিছিল বের করেন নেতৃবৃন্দরা।