যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজার উপজেলা বৈরাগীবাজার এলাকার সর্ববৃহৎ সামাজিক সংগঠন বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ এর আগামী ২০২৫/২৬ এর দুইবছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যা (২৩ ডিসেম্বর) ৬টায় নিউইয়র্কের ব্রুঙ্কজ বাংলাবাজার স্টারলিং এর আল-আকসা চাইনিজ রেস্টুরেন্ট এর হল রুমে সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা মোঃ ইমদাদুল হক ইকবাল।
সাধারণ সভায় সংগঠনের সভাপতি মাসুক আহমদ ওহিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজল আহমদ শামীম মিয়ারর সঞ্চালতায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসুক আহমদ ওহিদ।
নব গঠিত নতুন কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি মাসুক আহমদ ওহিদ, সাধারণ সম্পাদক আফজল আহমদ শামীম (মিয়া), সাংগঠকনিক সম্পাদক ফয়ছল কবির, কোষাধ্যক্ষ রেজাউল আহমদ, সহসভাপতি জমির হোসেন, কবির আহমদ দুলাল, ধর্মবিষয়ক সম্পাদক আলী আহমদ, খেলাধুলা বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান, কার্যকরী সদস্য আফজাল হোসেন, কামরুল হোসেন ফয়ছল, হারুন আহমদ, কয়েছ আহমদ, আলী আহমদ, মোঃ আজহার ইসলাম, মাহবুব রহমান, মাহবুব এসকে খালেদ।
সংগঠনের নামে ভবন কিনার লক্ষ্যে এক লক্ষ আঠারো হাজার ডলার ফান্ড রাইজিং করা হয়। সভায় সাবেক কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সভার শেষ পর্যায়ে নব গঠিত কমিটি ও দেশ জাতী কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বৈরাগীবাজার সিনিয়র আমিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।