উত্তর আমেরিকায় বসবাসরত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বৃহত্তর ঘুঙ্গাদিয়া গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত বৃহত্তর ঘুঙ্গাদিয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ওজন পার্কের মমস পার্টির হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শামসুল হক।

সাধারণ সম্পাদক আব্দুন নূর হারুন ও সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট কমিটি এক্টিভিস্ট মিসবাহ আহমদের যৌথ সঞ্চালনায় ইফতারের পূর্বে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর ঘুঙ্গাদিয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দায়িত্বশীলবৃন্দ এবং বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তর আমেরিকায় বসবাসরত বৃহত্তর ঘুঙ্গাদিয়া গ্রামবাসীকে সংঘবদ্ধ করার মধ্য দিয়ে কমিউনিটিতে সম্প্রীতি গঠন ছাড়াও গ্রামের আর্তসামাজিক উন্নয়ন ও অসহায়দের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। প্রতিষ্ঠার পর থেকেই এসব নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন আগামীতেও অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সমিতির দায়িত্বশীলরা।