আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টির দলীয় প্রতিক লাঙল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাবেক সাংসদ আলহাজ্ব সেলিম উদ্দিন। এরই ধারাবাহিকতায় গোলাপগঞ্জের বুধবারী বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ করেছেন জাতীয় সংসদের সাবেক এই সাংসদ।

সোমবার (৫ নভেম্বর) তাঁর সমর্থনে গণসংযোগ করেন স্থানীয় ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

ইউনিয়নের চন্দরপুর বাজার, কালিজুরী, বাগিরঘাট, বুধবারী বাজার, বহরগ্রাম বাজার, বানীগ্রাম, দেউলগ্রাম বাজার এবং বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের শাহজালাল বাজার ও গোবিন্দশ্রী বাজারে গণসংযোগ করেন সাবেক এই সাংসদ।

গণসংযোগে অংশ নেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাজী ছফর উদ্দিন, জাপা নেতা আবুল কালাম, জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান, ব্যবসায়ী ছাব্বির আহমদ, সেলিম উদ্দিনের একান্ত সহকারি আহমদ রেজা চৌধুরী, আবুল হাসান, জহুর উদ্দিন, মারুফ আহমদ, হানিফ আহমদ, মনোয়ার হোসেন, ব্যক্তিগত সহকারি রিয়াজ উদ্দিন প্রমুখ।