গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল (৬৫) সহ নতুন করে আরও ৪জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গোলাপগঞ্জের ৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সকলেই পুরুষ।

এদের মধ্যে বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দীন কামাল, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুুুর গ্রামের ৪৭ বছরের একজন ব্যাংক কর্মকর্তা, ওষুধ কোম্পানির এক কর্মকর্তা ও ৪০ বছর বয়সী আরেক ব্যক্তি রয়েছেন।

আক্রান্তদের বাড়ি লকডাউন সহ তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

এদিকে এই নতুন ৪ জন করোনা রোগীসহ গোলাপগঞ্জে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। এরমধ্যে ১৮জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ১জন।

এবিটিভির সর্বশেষ প্রতিবেদন-