বিভিন্ন সময়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকারি ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের টহল দল। সোমবার (১৯ নভেম্বর) ব্যাটালিয়নের অধীন লাঠিটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাগেরহাট জেলার মোঃ মোহাবব্বত আলী হাওলাদার (৬৫) ও মোঃ রবিউল হাওলাদার (১৯)। তারা গত ১৬ নভেম্বর দালালদের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলি। একই সাথে আটক অপর ৬ বাংলাদেশী গত বছর কাজের সন্ধানে দালালদের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে। তারা হলেন, নারায়নগঞ্জ জেলার মোঃ সেলিম মিয়া (৪০) ও মোঃ আবু নাঈম (২৪), বরগুনা জেলার মোঃ মহিম (২৬), বগুড়া জেলার মোঃ রাশেদ ইসলাম (৩৪), কিশোরগঞ্জ জেলার মোঃ মামুন (২৮), এবং চাপাইনবাবগঞ্জ জেলার মোঃ আশরাফুল ইসলাম (৩৫)।

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, নিয়মিত টহল প্রদানকালে লাঠিটিলা এলাকার সীমান্ত ১৮০৫/এম পিলার কাছ থেকে মোহাবব্বত আলী হাওলাদার (৬৫) ও মোঃ রবিউল হাওলাদার (১৯)কে আটক করে লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি টহল দল। এ সময় তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে বিজিবি। এদুই বাংলাদেশী তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় কচুরগুল এলাকার একটি চা বাগানে তল্লাশি চালিয়ে অপর ৬জনকে আটক করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারে অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় মামলা দায়ের এবং আটককৃতদের হস্তান্তর করা হয়েছে।