বিয়ানীবাজার ২০১৬ ব্যাচের উদ্যোগে ৫৩জন এতিম মাদ্রাসা শিক্ষার্থীকে ঈদ উপহার হিসাবে নগদ টাকা প্রদান করা হয়েছে। গত কয়েক দিনে ৭টি মাদ্রাসার এসব শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেন বিয়ানীবাজার ২০১৬ ব্যাচের দায়িত্বশীলরা।

এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদানে বিয়ানীবাজার ২০১৬ ব্যাচের উদ্যোগে এবং দেশ ও প্রবাসীদের আর্থিক সহায়তায় করেছেন। দেশের অবস্থানরত ২০১৬ ব্যাচের সংশ্লিষ্টরা মাদ্রাসাগুলোতে গিয়ে তাদের হাতে ঈদ উপহারের নগদ অর্থ তুলে দেন।

মানবিক দায়বোধ থেকে বিয়ানীবাজার-২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যাচের দেশ ও বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরা। আগামীতেও এরকম মানবিক উদ্যোগে সহায়তা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।

৫৩জন এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান কার্যক্রমে দেশের শান্তি কামনা এবং আর্থিকভাবে সহযোগিতাকারি প্রবাসীদের মঙ্গলকামনায় দোয়া করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।