বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহিলা সাত মাসের অন্তঃসত্তা ছিলেন।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে নিজ বাড়িতে তাকে চারদিন অক্সিজেন দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। বৃহস্পতিবার দুপুর ১টার পর করোনার সব ধরনের উপসর্গ ও শ্বাসকষ্ট নিয়ে ওই মহিলা হাসপাতালে ভর্তি হন। আইসোলেশন ওয়ার্ডে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। তার বাড়ি বড়লেখা উপজেলার বর্ণি এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে গত চারদিন থেকে বাড়িতে অক্সিজেন নিয়েছিলেন ওই মহিলা। হাসপাতালে একেবারে শেষ সময়ে আসায় তাকে চিকিৎসা সেবা দেয়ার সুযোগই পাননি দায়িত্বশীলরা। বিষয়টি খুব মর্মান্তিক। সবাইকে সচেতন এবং আরো সতর্ক হওয়া উচিত জানিয়ে এ চিকিৎসক বলেন, বাড়িতে নয়, করোনা উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবা গ্রহণ করা উচিত।

বিয়ানীবাজারে গণটিকার সূচি পরিবর্তন, যখন যেভাবে আর যারা পাবেন