বিয়ানীবাজার সূচনা পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আব্দুল আউয়াল যুক্তরাজ্য থেকে উচ্চতর শিক্ষার্জন শেষে দেশে আগমন করেছেন৷ এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে পরিষদের পক্ষ থেকে তাঁকে প্রবাসী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শফিউর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমদ রেজা চৌধুরী।

আলোচনা সভায় অংশ নেন পরিষদের যুগ্ম সচিব রেজওয়ানা সাদিয়া, সিনিয়র সদস্য তাম্বীর হোসেন সুলেমান, সাদিক হোসেন রিফাত, ফারুক মোহাম্মদ ইমরান, বুশরা বেগম, তাহেরা তিন্নি, সদস্য শাহান আহমদ তামিম, আব্দুস সামাদ চৌধুরী, সালমান আহমদ রাফি, আব্দুর রহমান আল মাহবুব, এসএ তানিয়া ও সামিরা জান্নাত সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অংশ নেন ঔপন্যাসিকের সহপাঠী দিনারুল আমিন, মাহবুবুল ইসলাম, জুনেদ আহমদ, দেলোয়ার হোসেন মাহফুজ, সাজু আহমদ, জাহিদুল ইসলাম, শিব্বির আহমদ, সরফুল ইসলাম টিপু ও মাছুম আহমদ আরো অনেকে।