বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমানকে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সভায় তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন সহকর্মীরা। পরে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কলেজ প্রধান।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. শহীদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম।

অধ্যাপক মো. হাবিবুর রহমান ২০১২ খ্রিস্টাব্দের ৫ আগস্ট সহযোগী অধ্যাপক হিসেবে বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। ২০২৩ খ্রিস্টাব্দের ৩ মে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণ করে ৫ জুন ভারমুক্ত হয় তাঁর অধ্যক্ষের পদটি। প্রায় ১০ মাস প্রিন্সিপাল পদে দক্ষতার সহিত প্রশাসনিক দায়িত্ব পালন করেন তিনি।