বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পথশিশু ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. ইয়াছিন রিফাত, সহ সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রোহান, আবু সুফিয়ান ও মৃদুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদওয়ান সহ আরো অনেকে।

এ রকম কর্মসূচি পালন করতে সবসময় সক্রিয় থাকবে ছাত্রদল। তাই সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদের পূর্বে বস্ত্র পেয়ে খুশি সুবিধাবঞ্চিতরা।
এ সময় খালেদা জিয়া সুস্থতা কামনা করেন ছাত্রদলের দায়িত্বশীলরা।