বিয়ানীবাজার সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।

কলেজের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় দাসের সভাপতিত্বে এবং প্রভাষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক প্রশান্ত মৃধা, সহকারী অধ্যাপক মো. মহসীন হাবিব, মোহাম্মদ এনামুল হক তালুকদার, প্রভাষক মো. শফিকুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল আহমদ প্রমুখ।

বিশেষ অতিথি ছিলেন সহযোগী মো. হাবিবুর রহমান, ড. আবু ইউসুফ মো. শেরুজ্জামান, মো. শহীদুল আলম, মো. মনছুর আলমগীর, সহকারী অধ্যাপক নূরুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম, দিবাকর তালুকদার, মো. তৌহিদুল ইসলাম, প্রভাষক মো. মাকসুদুল হাসান, ইশতিয়াক আহমদ, মো. জহিরুল ইসলাম, নিকসন দাশ, সাদেকুর রহমান, রাহুল কান্তি সরকার, মো. মাজহারুল ইসলাম, উর্মি লাবনী চক্রবর্তী প্রমুখ।

আলোচনা সভা শেষে কলেজের বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।