বিয়ানীবাজার সরকারি কলেজে ‘সততা সংঘ’ (Integrity Unit) এর কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৫ ডিসেম্বর অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু তাহের রাজুকে(মাস্টার্স শেষ বর্ষ ) সভাপতি ও স্নাতক ৩য় বর্ষের বিএসএস বিভাগের শিক্ষার্থী সাকরান হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটির অনুমোদন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ । ‘সততাই সর্বোত্তম নীতি’- এই আদর্শে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ‘সততা সংঘ’ সংগঠন পরিচালনা করছে।
নবগঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাস্টার্স (প্রিলি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবিদা সুলতানা ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক শিমুল, যুগ্মসাধারণ সম্পাদক স্নাতক ( সম্মান) অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ইসতিয়াকুল হক হাসান, কোষাধ্যক্ষ স্নাতক (সম্মান) ইংরেজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হিল্লোল জয় চৌধুরী। এছাড়া এ কমিটির নির্বাহী সদস্য হলেন- স্নাতক (সম্মান) বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সামিয়া বেগম, স্নাতক (পাস) বি.এ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাইম আহমদ তাছিম, স্নাতক (সম্মান) বাংলা বিভাগে শিক্ষার্থী মোঃ জয়নাল হোসেন, স্নাতক (পাস) বিএসএস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী হিমেল আহমদ এবং একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনা আক্তার লাকি।
কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, উপাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, সহকারি অধ্যাপক আব্দুল হালিম, বাংলা বিভাগের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম এবং বিয়ানীবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ওয়াহিদুল ইসলামকে নিয়ে সংঘের ৫ সদস্য বিশিষ্ঠ পরামর্শ কাউন্সিল গঠন করা করা হয়।
কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ জানান, দুর্নীতি দমন কমিশন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা, মূল্যবোধকে গ্রোথিত করার মানসে এ সংগঠনের গড়ে তুলে। সারাদেশের ন্যায় বিয়ানীবাজার সরকারি কলেজেও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সততা সংঘের কার্যক্রমের মাধ্যমে কলেজে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরামর্শ কাউন্সিল পরিষদের সদস্য ও কলেজের উপধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘সততা সংঘ’ বা Integrity Unit এর কার্যক্রমে কলেজ কর্তৃপক্ষের সবধরনের সহযোগিতা থাকবে। অতিতে সততা সংঘের কলেজ ইউনিট দুর্নীতি বিরোধী প্রসংসনীয় নানা কার্যক্রম করেছে জানিয়ে তিনি নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতিও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।
পরামর্শ কাউন্সিল পরিষদের আরেক সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, সততা সংঘের গঠনতন্ত্র ও কার্যনির্দেশিকা-২০১৫ অনুসারে এ কমিটি গঠন করা হয়েছে। সততা সংঘের কার্যক্রমের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
নব গঠিত কমিটির সভাপতি আবু তাহের রাজু বলেন, পরামর্শ কাউন্সিলের সম্মানিত সদস্যদের পরামর্শক্রমে সকলকে নিয়ে সততা সংঘের কার্যক্রম পরিচালনা করা হবে। সততা সংঘ গঠনের উদ্দেশ্য বাস্তবায়নে সব ধরনের কর্মসূচী পালন করা হবে। সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুদুকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।