বিয়ানীবাজার সরকারি কলেজে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে তারুণ্য মেলার আয়োজন করা হয়েছে। বিপিএলের সঙ্গে সমন্বয় করে ইয়ুথ ফেস্টিভ্যাল উপলক্ষেদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাইকে সবার মধ্যে তুলে ধরার জন্য আযোজিত এই তারুণ্য মেলা। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে তারুণ্য মেলার উদ্বোধন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক প্রশান্ত কুমার মৃধা ও মো. আব্দুর রহিম সহ আরো অনেকে। উদ্বোধন শেষে তরুণদের উদ্ভাবনী ও উদ্যোক্তা কর্মী হিসেবে গড়ে তুলতে তারুণ্য মেলা সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান কলেজ প্রধান।
মেলা কলেজে প্রাঙ্গনে টানা তিন দিন জমজমাট আয়োজনে ৭ জানুয়ারি মঙ্ঘলবার থেকে ৯ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। প্রাণবন্ত আয়োজন ও সৃজনশীল কার্যক্রমে মুখরিত এই উৎসবে কলেজের প্রতিটি বিভাগ তাদের স্ব স্ব ৬ টি নিজস্ব স্টলের মাধ্যমে প্রদর্শন করেছে সৃজনশীল কার্যক্রম ও কাজের ধরন। মেলার স্টলসমূহ পরিদর্শন করেন কলেজের শিক্ষকরা।
তারুণ্য মেলার আয়োজন করার জন্য শিক্ষার্থীরা নিজেদের সৃষ্টিকর্ম প্রদর্শনের সুযোগ পেয়েছে। আগামীতে এরকম মেলা আয়োজন করার কথা জানান শিক্ষার্থীরা।
তারুণ্য মেলায় স্থানীয় সৃজনশীল কার্যক্রম উপস্থাপনের পাশাপাশি জায়গা পেয়েছে স্থানীয় ইতিহাস-এতিহ্য সহ জুলাই গণ আন্দোলনের সাহিত্যকর্ম।
শুধু মেলাকেন্দ্রিক নয় তারুণ্য উৎসবকে ফুটিয়ে তুলতে অচিরেই পলিথিন-প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে আলোচনা সভা এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও শহীদ পরিবারের সদস্য্যরে অংশগ্রহণে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনার আয়োজন কবরে কলেজ প্রশাসন।