সাধারণ শিক্ষার্থীদের করা ক্যালিগ্রাফির মাঝে‘জয় বাংলা’ লেখা। এ নিয়ে কৌথুহলের সাথে হচ্ছে নানা আলোচনা। বিয়ানীবাজারে সরকারি কলেজের দেয়ালে সাধারণ শিক্ষার্থীদের অঙ্কন করা ক্যালিগ্রাফির মাঝে ‘জয় বাংলা’ লেখা দেখে অনেকেই আশ্চর্য হচ্ছেন। তবে কে বা কারা স্লোগানটি লিখেছে এমন কোনো তথ্য কেউ দিতে পারছে না।

স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা জানান, হয়তো কেউ রাতের আঁধারে দেয়ালে জয় বাংলা লিখে গেছে। তারা কেউ দেখেননি।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিয়ানীবাজার সরকারি কলেজের দেয়াল সহ পৌর শহরের বিভিন্ন দেয়ালে জুলাই আগস্টের স্মৃতি ধারণা করে বিভিন্ন গ্রাফিতি ও ক্যালিগ্রাফি অংকন করে সাধারণ শিক্ষার্থীরা। যেখানে তারা বিয়ানীবাজারের সন্তান শহিদ সাংবাদিক এটিএম তুরাবসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে নিহত মুগ্ধকে স্মরণ করে একটি চিত্র অংকন করেন।