বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সংগঠন অগ্নিবীণা বাংলা সংঘের আয়োজনে বাংলা ব্যাকরণ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলা বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ পূর্বে বাংলা বিভাগের শিক্ষার্থীদের সাহিত্যমুখী হওয়ার জন্য এ রকম আয়োজন করার কথা ব্যক্ত করে দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক রোমানা ইয়াসমিন ও প্রভাষক মো. জহির উদ্দিন।
শিক্ষকবৃন্দের সাথে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন অগ্নিবীণা বাংলা সংঘের সাবেক সভাপতি আহমদ রেজা চৌধূরী, সভাপতি মাছুমা বেগম, সহ সভাপতি তুহিন তাপাদার, আব্দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ আফজল সহ আরো অনেকে।