বিয়ানীবাজার শিল্পকলা একাডেমিতে বিয়ানীবাজারের সঙ্গীত অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব, স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড এর অন্যতম নাট্যকর্মী প্রবাসী শিল্পী এম.এ আলীম কে নিয়ে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড ও উপজেলা শিল্পকলা একাডেমি, বিয়ানীবাজার এর যৌথ আয়োজনে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড’র সভাপতি আব্দুল ওয়াদুদ। এতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রিয়তোষ চক্রবর্তী, নাট্যজন আতিকুল ইসলাম রুকন, তন্ময় পাল চৌধুরী, অসিত দে, রীপা কর ও জুঁই কর।

আনন্দ আড্ডার সম্মানিত অতিথি এম.এ আলীমকে পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও আব্দুল ওয়াদুদ রচিত “নাট্যচর্চায় বিয়ানীবাজার” বইটি তুলে দেওয়া হয়।
আনন্দ আড্ডায় এম.এ আলীম তাঁর বক্তব্যে অতীত স্মৃতিচারণার পাশাপাশি বর্তমানে সাংস্কৃতিক অঙ্গনকে কীভাবে আরো গতিশীল করা যায় সে বিষয়ে তুলে ধরেন।
আনন্দ আড্ডায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্ধিপদ ভট্টাচার্য, সুপ্রভা পাল, রিপন আহমদ,সুমন কর,মাসুম আহমেদ সানি,স্বর্ণালি কর ঋতু,প্রেমা কর সহ বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড’র নাট্যকর্মীবৃন্দ এবং বিয়ানীবাজার শিল্পকলা একাডেমির অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।