মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা বিয়ানীবাজারে মানবসেবা সংস্থা এবার স্বাবলম্বী প্রজেক্ট হাতে নিয়েছে। পাশাপাশি দরিদ্র পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে টিবওয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা মিলনায়তনে মানবসেবা সংস্থার স্বাবলম্বী প্রজেক্ট এর বিভিন্ন উপকরণ উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
মানবসেবা সংস্থার সভাপতি ও সাবেক কাউন্সিলর এনাম হোসেনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহসভাপতি নাজমুল হোসেন পুতুল, মানবসেবা সংস্থার গভর্নিং বডির চেয়ারম্যান কবি ওয়ালী মাহমুদ, জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, যুবনেতা লিটন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল ইসলাম ও আবুল কাশেম চৌধুরী সাবেল, সিব্বির আহমদ ,শামিম আহমদ, যুবদল নেতা হাসনাত জামিল ও আইনুল আবেদীন সহ আরও অনেকে।
স্বাবলম্বী প্রজেক্ট এর প্রথম ধাপে পাঁচটি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন, দুটি দরিদ্র পরিবারকে সবজির দোকান, তিনটি দরিদ্র পরিবারকে টিবওয়েল, দুটি পরিবারকে ছাগল ও চারটি পরিবারকে ডিমওয়ালা হাঁস প্রদান করা হয়। এরকম মানবিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করায় অতিথিরা সংগঠনের দায়িত্বশীলদের ধন্যবাদ জানান।
মানবসেবা সংস্থার এ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পৌছে দেয়া হবে জানিয়ে দায়িত্বশীলরা বলেন, দরিদ্র পরিবারকে স্বাবলম্বি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মানবসেবা সংস্থার সহ-সভাপতি আব্দুস সামাদ তাফাদার বাবেল, সিনিয়র সদস্য দেব সৌরভ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, কোষাধক্ষ্য জুনেদ আহমদ, সমাজসেবা সম্পাদক সালমান আহমদ, প্রচার সম্পাদক শফি আহমদ, আহমদ, মাসুম বিল্লাহ, এমদাদ আহমদ, মুসফাক আহমদ, মাসরাফি আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।