বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে অসিম কান্তি তালুকদারের যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি এ যোগদান করেন।
যোগদানকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অভিবাবকবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় অসিম কান্তি তালুকদার বলেন, বিদ্যায়লের সার্বিক উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাবে। এতে সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করতেছি।
প্রসঙ্গত, অসিম কান্তি তালুকদার একই বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।