বিয়ানীবাজারে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। ১৯৬৬ খ্রিস্টাব্দে স্থাপিত প্রতিষ্ঠানে এবার প্রথম বারের মতো পাঠদানের সুযোগ পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।
বিয়ানীবাজারে ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের চাহিদা পূরণে নতুন সংযোজন করা হয় উচ্চ মাধ্যমিক স্তর।

চলতি বছরের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে থেকে কলেজে একাদশ শ্রেণিতে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। মানবিক ও বিজ্ঞান শাখায় ১৫০ জন করে মোট ৩০০টি আসনে মেয়ে শিক্ষার্থী ভর্তি নেবে প্রতিষ্ঠানটি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান এই প্রতিষ্ঠান প্রধান।
কলেজ শাখায় উন্নীত করার দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ আরও এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে নারী শিক্ষার উন্নয়ন প্রসারে সমৃদ্ধি করবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।