বিয়ানীবাজার পৌর শহর থেকে হিরো কোম্পানির লাল রঙের গ্লামার মোটর সাইকেল চুরি গেছে। সোমবার বিকাল অনুমান ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, পৌরসভার কসবা গ্রামের মইজ উদ্দিন তাঁর গ্লামার মোটর সাইকেল ( সিলেট-হ ১৪-৬৯২৯) পৌরশহরের মেইন রোডের মধ্যবাজারস্থ হক বস্ত্রালয় এর সামনে পার্ক করেন। প্রায় ৩০ মিনিট পরে যথাস্থানে এসে দেখেন মোটর সাইকেলটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে ধারণা করেন মোটর সাইকেলটি চুরি গেছে।

মোটর সাইকেল চুরি যাওয়ার ঘটনায় তিনি বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি করবেন বলে জানিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোটর সাইকেলের সন্ধান পাওয়া যায়নি।