বিয়ানীবাজারে পৌর বিএনপির কাউন্সিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে মিজানুর রহমান রুমেল বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে জসীম উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, যুগ্ম সম্পাদক পদে নজমুল হোসেন জয়লাভ করেন।

গত বছরের নভেম্বরে বিয়ানীবাজার পৌর বিএনপির কাউন্সিল অধিবেশন দু’পক্ষের সংঘর্ষে পন্ড হয়ে যায়। কাউন্সিলে ৯টি ওয়ার্ডের ৫জন করে কাউন্সিলার ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, কাউন্সিল অধিবেশনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, তৃণমূল পুনর্গঠনের মধ্য দিয়ে আন্দোলনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এবার একদফা আন্দোলনে চেপে বসা সরকারের পতন হবে।

বিয়ানীবাজার পৌর বিএনপির আহবায়ক নুরুল হুদার সভাপতিত্বে কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আশিক উদ্দিন চৌধুরী, আবুল কাশেম, মাহবুবুর রহমান প্রমুখ।