বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে শাখা সহ সভাপতি হাফিজ আব্দুল্লাহ এর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মনজুরুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাও. ইমাদ উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মারুফুল হাসান, সহ সভাপতি দিলাওয়ার হুসাইন, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, সরকারি কলেজ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জাফর।

সভায় শরিফুল হাসানকে সভাপতি ও আসআদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পৌর ছাত্র জমিয়তের কমিটি গঠন করা হয়।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক আব্দুল্লাহ রাহাত, সহ প্রচার সম্পাদক সাদিক আহমদ, প্রশিক্ষন সম্পাদক আসাদুজ্জামান, সহ প্রশিক্ষণ সম্পাদক আবু সাইদ, সদস্য শাহরিয়ার রহমান ও সাইদ আহমদ তাহিদ আহমদ ফয়ছল সহ অধিনস্থ সব সাংগঠনিক শাখার দায়ীত্বশীলবৃন্দ।