বিয়ানীবাজার নিউজ ২৪। ১৯ মার্চ ২০১৭।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খানের কাছে ১৬জন মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল শনিবার শেষ দিন পর্যন্ত মেয়র প্রার্থীরা পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দেন।

এ তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, গবেষণা সম্পাদক ছালেহ আহমদ বাবুল, সহ দপ্তর সম্পাদক মাকসুদুল ইসলাম আউয়াল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামসুল হক, সহ সভাপতি খসরুল হক খসরু, সাবেক সহসভাপতি কয়ছর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেলাল, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল হোসেন খছরু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম, গৌছ উদ্দিন খান খোকা ও শামীম আহমদ। আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন পত্র জমা দেয়ার কথা থাকলেও নিয়মতান্ত্রিক জটিলতায় জমা দিতে পারেননি প্রবাসী আওয়ামী লীগ নেতা আলী হোসেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান বলেন, সর্বোচ্চ তিনজন মেয়ার প্রার্থীর নাম আমরা সিলেট জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করবো। আগামী ২১ মার্চ এ তালিকা জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হবে। তিনি বলেন, ১৬ মেয়ার প্রার্থীর মাঝ থেকে তিনজন বেছে নিতে আওয়ামী লীগের দলীয় ফোরাম সিদ্ধান্ত নেবে।